তাহিরপুরে ২লক্ষ টাকার ভারতীয় মদ আটক
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ১৩২বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিরি। যার মূল্য প্রায় ২লক্ষ টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়-প্রতিদিনে মতো গতকাল শুক্রবার ভোর ৪টায় উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৫পিলার সংলগ্ন মুকশেদপুর এলাকা দিয়ে সুনামগঞ্জ ডিবিতে থাকা এসআই জামালের নেতৃত্বে চোরাচালানী আজাদ মিয়া ভারত থেকে বিপুল পরিমান মদ পাচাঁর করে তার কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার ইমাম হোসেন অভিযান চালিয়ে ১৩২বোতল মদ আটক করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আজাদ মিয়া তার লোকজন নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এব্যাপারে সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত চোরাচালান প্রতিরোধে আমাদের পক্ষ থেকে কোন ছাড় দেওয়া হবেনা।
মন্তব্য চালু নেই