তাহিরপুর সীমান্তে মদসহ চোরাচালানী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মদসহ মাহতাব উদ্দিন মাতু (২৫) নামের এক চোরাচালানীকে ভারতীয় মদসহ আটক করেছে বিজিবি। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ-দশঘর গ্রামের মৃত জামির আলীর ছেলে।

আজ সোমবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও বিজিবি জানায়,চোরাচারালী মাহতাব উদ্দিন ওরফে মাতু মিয়া প্রায় একযুগ ধরে ভারত থেকে মদ পাচাঁর করা সহ বিজিবি’র নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করে আসছিল। এবং মাদক ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের দ্বারা অভিনব পন্থায় মাদক পাঁচার করত।

প্রতিদিনের মত গত রবিবার রাত ১০টায় লাউড়গড় সীমান্তের ১২০৩নং পিলার এর ৬ এস এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচাঁরের সময় ৪বোতল এসি ব্লাক মদসহ চোরাচালানী মাতু মিয়াকে বিজিকি আটক করে। এসময় তার সাথে থাকা ২সহযোগী পালিয়ে যায়। সুনামগঞ্জ ২৮বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার এমদাদ হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই