তাহিরপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৯জনের অবস্থা সংকটাপন্ন বিধায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী মর্তূজার মধ্যে দীর্ঘ দিন ধরে শত্রুতা ও মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। উভয় পক্ষের গুরুত্বর আহতদের মধ্যে ১৫জন কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের গুরুত্বর আহতদের মধ্যে আলী নেওয়াজ (৩২),সাহাজ উদ্দিন(৪৫),জনি(১৬),মিরাজ উদ্দিন (৩০),কফিল উদ্দিন (৪৫),আলিম উদ্দিন (৪০),জয়নাল (৪৫),গিয়াস উদ্দিন (৬০),ফখর উদ্দিন (৫৫),এনায়েত (২৫),আলী আমজদ (৩৫),আলী মর্তূজা (৪০),কবির (৩৫),সিরাজুল (২৫),সাজিবুল (৩০),সালিম উদ্দিন (৫০),আশরাফুল (২৬),জিয়াউল (৩০),আলিম উদ্দিন (৫০),সেলিম উদ্দিন (৫০) অবস্থা সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নোয়ানগর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই