‘ফোনে কথা বলছিলেন চালক’, বাস খাদে পড়ে নিহত ৩

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতুয়া এলাকায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।

আজ বুধবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজন হলেন শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের রাধা রানী ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৌসুমী রানী। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী বাসটি ছাতক উপজেলার জাতুয়া এলাকা পার হওয়ার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ধারণ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেন।

ধারণ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, চালক মোবাইল ফোনে কথা বলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।



মন্তব্য চালু নেই