রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দিতে আরশেদ-সাজেদা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী আরশেদ-সাজেদা প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বিদ্যালয়ের সভাপতি হাজী আরশেদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া রোজী, সহকারী শিক্ষক কণা রানী দত্ত, কানিজ ফাতেমা, জাহিদা পারভীন প্রমুখ। দিনব্যাপী বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 

 

রাজবাড়ীতে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নগর রায় পাড়াস্থ সুশান্ত কুমারের বাড়ির সামনে ফাকা জায়গা হতে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে ২০ জানুয়ারি ২০১৫ ইং তারিখ আনুমান দুপুর ২টায় গোয়েন্দা নজরদারী ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নগর রায় পাড়াস্থ জনৈক নারায়ন কুমার বিশ্বাসের মুদির দোকানের উত্তর পাশে সুশান্ত কুমারের বাড়ির সামনে ফাকা জায়গায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেটের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমান বিকেল ৩টায় ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যগণ তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মজনু শেখ(৪০), পিতা-মৃত সেকান্দর আলী শেখ, সাং-হাওলী কেউটি, উপজেলা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী বলে জানায়।

আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যগণ ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০৩টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেট হতে সর্বমোট ৫০১ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং বাম পকেট হতে ০১টি মোবাইল সেট উদ্ধার করে। ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

মানুষ মানুষের জন্য
কালুখালীতে হতদরিদ্রদের মাঝে “আমরা পারি” এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন
স্বেচ্ছাসেবী সংগঠন“আমরা পারি” এর উদ্যোগে গতকাল বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদন মোহন আঙ্গীনায় হতদরিদ্রদের _________মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় । রুপালী নাগ তাপসীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অজয় কুমার দত্ত ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিতোষ সাহা পরি বাবু, সাংবাদিক ফজলুল হক,রতন শর্মা,যুবলীগ নেতা মাসুদ রানা রনজু প্রমুখ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন“ আমরা পারি” এর সাধারন সম্পাদক ও কালুখালীর কৃতি সন্তান সুমন কুমার নাগ এ বিতরন কাজের সহযোগীতা করেন ।

 

 

বালিয়াকান্দি উপজেলা মহিলা ক্লাবের উদ্যোগে পিঠা মেলা অনুষ্ঠিত

গ্রাম বাংলার চিরায়িত সংস্কৃতিকে ধরে রাখতে এই প্রথম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা ক্লাবের আয়োজনে বুধবার বিকালে শিশুপার্কে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

পিঠা মেলার স্টল গুলোতে গোলাপ ভাজা, শুকনা পিঠা, দুধ চিতাই, ভাজা পিঠা, কুল পিঠা, কালিজিরা, সার্চ পিঠা, ভাপা পিঠা, লবঙ্গ পিঠা, ফুল পিঠা, শিরা পিঠা, আনারস সিরা, মাছ শিরা, পাটিসাপটাসহ অর্ধশতাধিক রকমের পিঠার শোভাপায়। স্টলগুলো পিঠা বিক্রি করা হয়।

ফিতাকেটে পিঠা মেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপজেলা মহিলা ক্লাবের সভাপতি আছমা উল হোসনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ফিরোজা বেগম প্রমুখ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ খায়ের উদ্দিন আহম্মেদ, মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান,সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শুশান্ত কুমার বাড়ৈ, নির্বাচন অফিসার সাইফুল আলম, সমাজসেবা অফিসার মোঃ এহিয়াতুজ্জামান, সমবায় অফিসার আঃ আলীমসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পিঠা মেলার মহিলা ক্লাব,প্রাথমিক শিক্ষা বিভাগ, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা বিষয়ক অধিদপ্তর, অফিসার্স কোয়ার্টার চন্দনার পিঠার ৭টি স্টল ঘুরে দেখেন।

অংশগ্রহনকারী পিঠার স্টলগুলোকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

বালিয়াকান্দিতে সুপ্রীম কোর্টের এ্যাডভোকেটকে পুড়িয়ে হত্যার চেষ্টা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুপ্রীম কোর্টের এক এ্যাডভোকেটকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃত্তরা। ওই এ্যাডভোকেটের নাম চৌধুরী মনিরুল কবির লিংকন। সে সাতক্ষিরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের ছোট ভাই।SAMSUNG CAMERA PICTURES

বালিয়াকান্দি প্রেস ক্লাবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট চৌধুরী মনিরুল কবির লিংকন বুধবার এক লিখিত বক্তব্য জানান, তিনি একাকী নিজবাড়ীতে অবস্থান করা কালীন মঙ্গলবার ভোর রাতে দুবৃত্তরা তার বসতবাড়ীর উত্তর ভিটার চৌচালা টিনের ঘরের বেড়ায় পেট্রোল/ কেরোসিন জাতীয় পদার্থ দিয়ে আগুন ধরিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। তিনি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

 

জামালপুর বাজারে অদৃশ্য কারণে অগ্নিকান্ড দাবী করে গুদাম মালিকের নির্বাহী অফিসারের নিকট অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা অদৃশ্য কারণে হয়েছে দাবী করে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে এক গুদাম মালিক।

Bk-01ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের তছির উদ্দিন মোল্যার ছেলে মোঃ সানোয়ার হোসেন সাবুর অভিযোগে প্রকাশ, তার জমির উপর দন্ডায়মান তিনখানা পাটের গুদাম ঘর খালিসপুর জুট মিলস লিমিটেডের স্থানীয় প্রতিনিধি জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের নিকট বাৎসরিক চুক্তিতে ভাড়া।

গত ১৯ জানুয়ারী ভোরে অদৃশ্য কারনে লাগা আগুনে গুদামে গচ্ছিত পাটের আগুনে তার তিনটি ঘরও পুড়ে যায়। খালিসপুর জুট মিলস এর বীমা থাকার কারণে পুরে যাওয়া পাটের ক্ষতিপুরণ মেসার্স কনকর্ড ইন্সুরেন্স এজেন্সি ৯/২ বাবু খান রোড, খুলনা ৯১০০ পুরন করছে। সে তার ৩টি ঘরের ক্ষতি ২০ লক্ষ টাকার ক্ষতিপুরণ খালিসপুর জুট মিলের নলিয়া জামালপুর পাটক্রয় কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি ইউনুছ আলী সরদারসহ মিল কর্তৃপক্ষের নিকট দাবী করেন।

অভিযোগের অনুলিপি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য, রাজবাড়ী জেলা প্রশাসক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি জামালপুর বাজার বনিক সমিতি ও বালিয়াকান্দি প্রেস ক্লাবকে। তিনি সুষ্টু তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার জামালপুর বাজারে ১৯ জানুয়ারী ভোর পৌনে ৬টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুনে মাহফুজের কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানে ৪লক্ষ টাকা, পাট ব্যবসায়ী সুরঞ্জন দাসের পাটের ১৯লক্ষ টাকা, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের পাটের ৭লক্ষ টাকা, ছানোয়ার হোসেনের পাট ও ভুষিমালের ২০ লক্ষ টাকা, স্বপন দাসের পাট ও ভুষিমালের ১০লক্ষ টাকা, রাজ্জাক খানের পাটের ৭লক্ষ টাকা, শ্যামল কুন্ডুর পাটের ১৫লক্ষ টাকা, নিখিল কুন্ডুর পাটের ১৫ লক্ষ টাকা, কবির হোসেন মুদিখানার ৪লক্ষ টাকা, বাশার শেখের মুদিখানার ১৩ লক্ষ টাকা, উজ্জল শেখের মুদিখানার ৩লক্ষ টাকা, শাহিনের মুদিখানার ৩লক্ষ টাকা, নাছির হোসেনের মুদিখানার ৭লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভুত হয়। এছাড়াও জাকির খানের কাপড়ের দোকান ২০লক্ষ টাকা, উদয় গোস্বামীর কাপড়ের দোকান ১০লক্ষ টাকা ও বিশ্বজিৎ বিশ্বাসের কাপড়ের দোকানের ৭লক্ষ টাকার মালামাল লুটপাট হয়। লতিফ মোল্যার ডেকোরেটর, মফিজ , ফারুক ও ফয়সালের দোকানে ক্ষতি সাধন হয়।

আগুন লাগার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফরিদপুর অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার শামসুজ্জোহার নেতৃত্বে ফরিদপুর, রাজবাড়ী , বোয়ালমারীর ৩টি ইউনিট একসঙ্গে প্রায় ৫ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এতে ১৫টি দোকান পুড়ে ও লুটপাটে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়।



মন্তব্য চালু নেই