বালিয়াকান্দিতে ট্রাক চাপায় হাত গেল তৃতীয় শ্রেণীর ছাত্রের

রুহুল আমিন বুলু, রাজবাড়ী: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জাবরকোল এলাকায় দ্রুত গতির ট্রাক চাপায় বুধবার বিকালে হাত হাড়িয়েছে তৃতীয় শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্রের নাম কাইয়ুম মন্ডল। তার পিতার নাম শহীদ মন্ডল। বাড়ী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে। সে বথুনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের কাইয়ুম মন্ডল বুধবার বিকালে বাড়ী থেকে তার আত্বীয় নজরুলের বাড়ীতে বাইসাইকেল যোগে দুধ নিয়ে আসছিল। বালিয়াকান্দির জাবরকোল ব্রীজের নিকট আসলে ৩টি ট্রাক ঝিনাইদহ-ট-১১-০৮২৭, যশোর-ট-১১-০৯৯১, ঢাকা মেট্রো-ট-১৪-৫৫৮৬ দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় ট্রাক সাইকেলকে চাপা দিলে কাইয়ুম মন্ডলের ডান হাত পিশে যায়।

এসময় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ৩টি জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, ট্রাক ৩টি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই