বালিয়াকান্দিতে প্রকাশ্যে দিবালোকে জোড়পুর্বক আড়াই শত বাঁশ কর্তন

রুহুল আমিন বুলু, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে সোমবার সকালে প্রকাশ্যে দিবালোকে জোড়পুর্বক ২৬৫টি বাঁশ কর্তন করেছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাপুর গ্রামের হাজী দবির উদ্দিনের ছেলে ফারুক হোসেন জানান, সোনাপুর বাজার সংলগ্ন তার বাড়ীর সামনে তার মা রোকেয়া বেগমের নামীয় জমিতে থাকা বাঁশ ঝাড় থেকে সোমবার সকালে দৈশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বড় হিজলী গ্রামের সিদ্দিকুর রহমান, মফিজুর রহমান, হাফিজুর রহমান, ওয়াদুদ মন্ডলের নেতৃত্বে ৫০-৬০জন লোক ও নসিমন নিয়ে ২৬৫টি বাঁশ কর্তন করে নিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাঁশ কর্তন বন্ধ করে।

বালিয়াকান্দি থানার এস,আই জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনাসহ বাঁশ কর্তন বন্ধ করে দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই