গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ: গোয়ালন্দে রাত্রি যাপন ও বিক্ষোভ

গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শনিবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করে। এর আগে দলটি শুক্রবার রাতে গোয়ালন্দে যাত্রা বিরতি করলে স্বাগত জানান গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এসময় গণতান্ত্রিক বাম মোর্চার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে বাম মোর্চা রোড মার্চ বহর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে থেকে পৌরসভার কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল পূর্ব পথসভায় নেতৃবৃন্দ বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করলে সুন্দরবন ধ্বংস হবে। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে। কিন্তু সুন্দর বনের বিকল্প নাই।
নেতৃবৃন্দ মানিকগঞ্জে রোডমার্চের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দমন পীড়ন করে সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এসময় বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বাম মোর্চার বর্তমান সম্বনয়কারী সাইফুল হক প্রমূখ। রোডমার্চ দল মিছিল নিয়ে গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করলে পৌরসভার সামনে পুলিশ বাঁধা দেয়। এখান থেকে রোড মার্চ বহর ঝিনেদাহের উদ্দেশ্যে রওনা দেয়।



মন্তব্য চালু নেই