ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায়

‘বালিয়াকান্দির ৬টি ইউনিয়নের ১৮জন নেতা আওয়ামীলীগ থেকে বহিস্কার’

রুহুল আমিন বুলু, রাজবাড়ী : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৬টি ইউনিয়নে ১৮জন আওয়ামীলীগ নেতাকে সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগ দল থেকে বহিস্কার করেছে।

উপজেলা চেয়ারম্যানের বাসভবনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, জামালপুর, নবাবপুর, ইসলামপুর, বহরপুর ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রাথীদের বিপক্ষে অবস্থান করে ও কাজ করার দায়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মোঃ শাহজাহান, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সাবু মোল্যা, লিয়াকত আলী, মোঃ আঃ রশিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসেনুর রহমান কবির, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ কালাম ফকির, ফজলুল হক, মোঃ আজম, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক মন্ডল, সদস্য লিয়াকত আলী খান, ৬নং ওয়ার্ড সভাপতি আঃ মজিদ, বালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক আঃ ওহাব মোল্যা ,জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইমদাদুল হক শামীম, ১নং ওয়ার্ডের সভাপতি বারেক আলী সরদার, সম্পাদক মোঃ কামরুল, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য অহিদ মীর, মোঃ আবুল কালাম মন্ডল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল সরদারকে বহিস্কার করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ এপ্রিল বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারুয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম মাষ্টার, জামালপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনুছ আলী সরদার, ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র প্রাথী আবুল হোসেন খান বিজয়ী হয়। বালিয়াকান্দি ইউনিয়নে মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়নে আবুল হাসান আলী, বহরপুর ইউনিয়নে রেজাউল করিম আওয়ামীলীগ থেকে বিজয়ী হন। জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন।



মন্তব্য চালু নেই