দাউদকান্দিতে জিওভি ইউনিসেফ ওয়াস প্রজেক্ট’র আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন
নিজস্ব প্রতিনিধি: দাউদকান্দিতে জি.ও.ভি. ইউনিসেফ ওয়াস প্রজেক্ট’র অর্থায়নে আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করেন সংশ্লীষ্ট কর্মকর্তারা।
উপজেলার ইলিয়টগঞ্জের রীরতলা গ্রামের মেম্বার বাড়িতে ১৮ জানুয়ারি বুধবার এই কার্যক্রম পরিচালনা করেন, দাউদকান্দি জনস্বাস্থ্য প্রকৌশলী ও প্রজেক্ট অফিসার মোঃ রেজাউল করিম।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বীরতলা গ্রামের আশেপাশের ২০টি টিউবওয়েল পরীক্ষা করে দেখা যায়, এসব টিউবওয়েলর মধ্যে ১টিও আর্সেনিকমুক্ত নয়। সেই জন্য সকলের সুবিধাজনক স্থান গ্রামের মাঝামাঝি আবুল কালাম মিয়ার বাড়িতে এই আর্সেনিকমুক্ত ব্যায়বহুল টিউবওয়েল স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য মনিটরিং অফিসার (ভার্ক) মোঃ জিয়াউর রহমান, সহযোগী মমতাজ উদ্দিন, মোশাররফ হোসেন, আক্তারুজ্জামান, সমাজকর্মী মো.আলী আশরাফ খান, সাইফুল ইসলাম স্বপন, মালীনা আক্তার মিলি প্রমুখ।
মন্তব্য চালু নেই