কুমিল্লায় বাস চাপায় একজন নিহতসহ আহত ৫
মাসুদ আলম, কুমিল্লা : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রিবাহী বাস ও সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এতে আরো ৫জন গুরুত্বর আহত হয়েছে। নিহতের পরিচয় না জানা গেলেও তার বয়স আনুমানিক বয়স ৫০ হবে।
রবিবার দুপুর দুইটায় জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সজেন্ট ইব্রাহিম জানান, নোয়াখালী থেকে কুমিল্লাগামী উপকূল পরিবহন নামে একটি বাস নোয়াখালীগামী একটি সিএনজি চলিত আটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই যাত্রী নিহত হয়।
এ ঘটনায় চালকসহ আরো ৪ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরাদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
মন্তব্য চালু নেই