তনু হত্যা : ৩ সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ

সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের স্থান সেনানিবাস থেকে আলামত সংগ্রহকারী ও পুলিশে আলামত জমাদানকারী তিন সেনাসদস্যকে বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

সিআইডি কুমিল্লার একটি বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদের নেতৃত্বে ছিলেন সিআইডি কুমিল্লার অ্যাডিশনাল পুলিশ সুপার প্রণব কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল আহমেদ ও মোজাম্মেল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিম ও পরিদর্শক মো. শাহনেওয়াজ।

সূত্র জানায়, তনুর লাশের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলামত যে তিনজন সেনাসদস্য সংগ্রহ করে মামলার প্রথম তদন্তকারী কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলামের কাছে জমা দিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে একজন সার্জেন্ট ও দুজন কর্পোরাল।

উল্লেখ্য, এর আগে সিআইডি সেনানিবাসে গিয়ে এবং নিজেদের কার্যালয়ে এনে সেনাসদস্যসহ একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন।

মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিমের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই