সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে শিশু নিহত

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১০টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে দু শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ডসহ গাছচাপায় এক শিশু এবং আরো ১০ জন আহত হয়েছে। নিহতের নাম তানজিনা বেগম (১১)। সে পাশ্র্ববর্তী একটি ব্র্যাক স্কুলের পঞ্চম শে্িরণর ছাত্রী এবং উপজেলা সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. ফজর আলীর মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার মধ্যরাতে ও আজ শুক্রবার ভোররাতে দুদফা কালবৈশাখীর ঝড়ে উপজেলার পলাশ, আলীপুর, সলুকাবাদ, চিনাকান্দ, ধনপুর, কারেন্টের বাজার, বিশ্বম্ভরপুর সদরসহ ১০টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসনের তরফ থেকে কাজ করা হচ্ছে।



মন্তব্য চালু নেই