বিদ্যুৎস্পৃষ্ট : একজনকে বাঁচাতে গিয়ে চারজনের মৃত্যু
সুনামগঞ্জের ধরমপাশায় একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মধ্যনগর থানার সামারদানি ইউনিয়নের রামদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রামদিঘা গ্রামের জগদীশ সরকার (৭০), তার ছেলে রণজিৎ সরকার (৪৫), ছেলের বউ রিনা সরকার (৩৫) ও নাতনি সোনালী সরকার (১০)।
পুলিশ জানায়, রামদিঘা গ্রামে জগদীশ সরকারের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সকালে জগদীশ সরকারের ছেলে রণজিৎ সরকার ওই তারে জড়িয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে গেলে বাবাও জড়িয়ে পড়েন। পরে ছেলের বউ রিনা সরকার ও নাতনি সোনালী তাদের বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারাও ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছবি : প্রতীকী
মন্তব্য চালু নেই