দাউদকান্দিতে যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্ব নারী দিবস পালিত

দাউদকান্দিতে যথাযথ মর্যাদার সঙ্গে ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। মঙ্গলবার উপজেলায় ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে বিশ্ব নারী দিবস ’১৬ পালিত হয়।

দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে প্রথমে গ্রামীণ, শ্রমজীবি নারী ও কিষাণীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং পরে এই দিবসটির গুরুত্ব নিয়ে একটি ব্যতিক্রমী আলোচনা সভা, স্থানীয় নারীদের তৈরি নানা রকম নান্দনিক হস্তশিল্প প্রদর্শন ও নাটিকা প্রদর্শিত হয়।

আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম মাহফুজুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা প্রমূখ।



মন্তব্য চালু নেই