দাউদকান্দির আল-ফাতাহ ইসলামি একাডেমীর উদ্যোগে শিক্ষা সফর

মো. আলী আশরাফ খান, (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দি গৌরীপুরের আল ফাতাহ ইসলামি একাডেমীর উদ্যোগে ১০ ফেব্রুয়ারি এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

উপজেলার ঐতিহ্য গৌরীপুরের আল-ফাতাহ ইসলামি একাডেমীর উদ্যোগে ১০ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপি সাভারের নন্দন পার্কে শতাধিক শিক্ষার্থী নিয়ে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

এই শিক্ষা সফর গৌরীপুর বাজার থেকে সকাল ৮টায় রওয়না হয়ে নন্দনপার্কে পৌঁছে দুপুর ১টায়। ওইখানে নানা রাইডের মাধ্যমে ছাত্র-শিক্ষক ও অভিভাবক ব্যবধান ছাড়িয়ে বন্ধুত্বের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে আনন্দ উপভোগ করে শিক্ষার্থীরা। এতে অভিভাবক ও শিক্ষকদের সাথে এক গভীর মিতালী তৈরি হয় তাদের।
এই শিক্ষা সফর একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষকসহ অনন্য শিক্ষকদের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

 



মন্তব্য চালু নেই