এবার কুমিল্লায় ৩৫ স্বর্ণ বারসহ ২ যুবক আটক
কোনো বিমানবন্দরে নয় এবার দাউদকান্দিতে ৩৫টি স্বর্ণের বারসহ মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রানীরহাট এলাকায়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দাউদকান্দি এলাকায় একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো- চ-১৫- ৬৫৭৩) তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির সিটের নিচে টেপ মোড়ানো অবস্থায় ৩৫টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করা হয়। তারা ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
মন্তব্য চালু নেই