‘মন্ত্রিত্ব গেলে যাবে তবুও অটোরিকশা চলাচলে ছাড় নয়’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রিত্ব গেলে যাবে তবুও মহাসড়কে অটোরিকশা চলাচলে কোনো ছাড় দেওয়া হবে না। মহাসড়কগুলোতে থ্রি হুইলারের বেপরোয়া চলাচলের কারণেই ঘটছে অহরহ দুর্ঘটনা। এতে চালক-হেলপার ছাড়াও বহু যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে।’

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস এবং ফোর লাইন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সাড়ে ৩ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক ছাড়া দেশের বাকি আড়াই লাখ কিলোমিটার সড়কে থ্রি হুইলার চলাচলে কোনো বাধা থাকছে না। শহরেও এ সকল বাহনের চলাচলে সরকার বাধা দিচ্ছে না। জাতীয় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা বহাল থাকবে।’

এ সময় ফোর লাইন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আবদুস সবুর, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদ, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোর লাইন প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাছুম সারওয়ারসহ সওজ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই