সুযোগ বুঝে চলছে যাত্রীদের উপর জুলুম

সুযোগ বুঝে দাউদকান্দিতে চলছে যাত্রীদের উপর জুলুম। ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পথে দাউদকান্দির বিভিন্ন বাস স্টেশনে যাত্রীদের গলা কাটছে বাস মালিকরা। তাদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ও গৌরীপুরে যাত্রীদের জিম্মি করে এসব করছেন বাস মালিক, চালক, কন্ট্রাক্টর ও হেলপার সিন্ডিকেট।

গত দুইদিন মহাসড়কের দাউদকান্দির ইলিয়টঞ্জ ও গৌরীপুর বাসস্ট্যান্ডে স্থানীয় বাস মালিক ও চালকরা যাত্রীদের বিপুল উপস্থিতি দেখে ১শ’টাকার ভাড়া দু’শ আবার কখনও তিন শ’ টাকা পর্যন্ত আদায় করেন। যা এক রকম জুলুম-ই বলা চলে। যাত্রীরা নিরুপায় হয়ে এসব জুলুম সহ্য করেই ঢাকা যাচ্ছেন।

শুধু তাই নয়, এসব গাড়ির মালিকরা ঝুকিপূর্ণভাবে গাড়ির ছাদে করে অতিরিক্ত যাত্রী বহন করছেন। মাত্রারিক্ত ভাড়া ও যাত্রীদের হয়রানির ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলে যাত্রীদের পাশাপাশি স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করেন।



মন্তব্য চালু নেই