সুনামগঞ্জে নদীতে পড়ে শিক্ষকের মৃত্যু
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় নৌকা থেকে নদীতে পড়ে মনিন্দ্র গৌরাঙ্গ (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিন্দ্র গৌরাঙ্গ ধর্মপাশা উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মধ্যনগর থেকে নৌকায় শিক্ষক গৌরাঙ্গ ধর্মপাশার উদ্দেশে যাচ্ছিলেন। পথে মধ্যনগর থানার গোমাই নদীর গোলখালি গ্রাম এলাকায় একটি নৌকার সঙ্গে তাদের বহনকারী নৌকাটির ধাক্কা লাগলে শিক্ষক মনিন্দ্র গৌরাঙ্গ পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষক গৌরাঙ্গের মৃত্যু বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য চালু নেই