লাওসে মন্ত্রীকে বহনকারী বিমান বিধ্বস্ত

লাওসের প্রতিরক্ষামন্ত্রী দুয়াংচে পিচিট এবং আরো ২০ সরকারি কর্মকর্তাদের বহনকারী বিমানটি শনিবার দেশের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। তবে এর আরোহীদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্স বলছে, দুর্ঘটনায় মন্ত্রীসহ ১৭ জন মারা গেছেন। বাকি তিনজন বেঁচে আছেন। তবে তাদের এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি শনিবার রাজধানী ভিয়েনতিয়েন থেকে ৫শ কিলোমিটার দূরে ঝিয়াংখোয়াং প্রদেশে বিধ্বস্ত হয়। বিমান আরোহীদের দলে ভিয়েনতিয়েনের গভর্ণরও ছিলেন। তবে হতাহতদের সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

লাওসের সরকারি সংবাদ সংস্থা কেপিএল এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে এএন-৭৪টিকে-৩০০ বিমানটি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ইতিমধ্যে দুর্ঘটনার ওপর তদন্ত শুরু করেছে সরকার। তবে বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে সংস্থাটি কিছুই জানায়নি।

এর আগে গত বছর অক্টেবরে এক বিমান দুর্ঘটনায় ৪৯ জন প্রাণ হারিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি মেকং নদীতে বিধ্বস্ত হয়েছিল



মন্তব্য চালু নেই