ভারতীয় সেনার শিরশ্ছেদ, অভিযোগ অস্বীকার পাকিস্তানের

ভারতের দুই সেনা সদস্যের শিরশ্ছেদ করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনসের মধ্যে মঙ্গলবার হটলাইনে আলোচনা হয়। ওই সময় পাকিস্তান তাদের বিরুদ্ধে তোলা ওই অভিযোগ অস্বীকার করে।

গত সোমবার পাকিস্তানের সেনাসদস্যরা ভারতের দুই সেনার শিরশ্ছেদ করে বলে অভিযোগ উঠে। মঙ্গলবার নিজেদের দাবীর পক্ষে ভারতকে ‘অ্যাকশনাবল এভিডেন্স’ দেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারতের সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের মেজর জেনারেল সহির শামশাদ মির্জা ভারতের লেফটেন্যান্ট জেনারেল একে ভাটকে বলেন, পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি ছোড়েনি। লাইন অব কন্ট্রোল পেরিয়ে দুই ভারতীয় সেনাকে মেরে অঙ্গ বিকৃত করার অভিযোগও মিথ্যা। অশান্ত কাশ্মীর উপত্যকা থেকে বিশ্বের নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনছে ভারত।



মন্তব্য চালু নেই