“বিএনপি’র ‘ভিশন-২০৩০’ মহাপরিকল্পনার এক রূপরেখা”

নিজস্ব প্রতিনিধি॥ বিএনপি’র ‘ভিশন-২০৩০’ মহাপরিকল্পনার এক রূপরেখা এবং অনন্য রাজনৈতিক দূরদর্শিতা বলে উল্লেখ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি ২৪ মার্চ বৃহস্পতিবার দাউদকান্দির গৌরীপুরে বিএনপি নেতা-কর্মীদের পৃথক দু’টি মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই ভিশন দেশের মানুষের মধ্যে গণ-জাগরণ সৃষ্টি করেছে। দেশের আপামর জনগণ এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

আমাদের কর্মপরিকল্পনার মধ্যে সুস্থ রাজনীতির চর্চা, গণতন্ত্রকে শৃঙ্খলমুক্তকরণ, সমাজে চলমান বিশৃঙ্খলা দূরীকরণ এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে’।

উপজেলার ইলিয়টগঞ্জে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বিএনপি নেতা ও ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম চেয়ারম্যান, কুমিল্লা (উ.) জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোহন, দাউদকান্দি যুবদলের আহবায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, আলমগীর হোসেন সজীব প্রমুখ॥



মন্তব্য চালু নেই