বালিয়াকান্দিতে সার্ভার জটিলতার কারণে এইচএসসি ভর্তি ইচ্ছুকদের ভোগান্তি
রুহুল আমিন বুলু, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে এইচ,এস,সিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে। সার্ভার জটিলতার কারণে ২দিন ধরে কম্পিউটার দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপরও নিষ্ফল হয়ে ফিরতে হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, এ বছর ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৮ পরীক্ষার্থীর মধ্যে ১৫৯৪জন পাশ করে। ৪৩৪জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬৮জন। ১২টি মাদ্রাসায় ৩৩২জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৭৬জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। মাদ্রাসায় পাশের হার ৭৭.১১%। মাধ্যমিকে ৭৮.৬০ %।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী হাসিবুল হাসান জানায়, সে দুইদিন ধরে অনলাইনে ভর্তির আবেদন করতে ঘুরছে। তবে সার্ভার জটিলতার কারণে ভর্তির আবেদন করতে ব্যর্থ হয়েছে।
কম্পিউটার ব্যবসায়ী মাসুদ রানা জানান, গত ২দিন ধরে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা এসে ভীড় জমাচ্ছে। তবে অনলাইনে আবেদন করতে কয়েক দফা করে চেষ্টা করা হলেও ব্যর্থ হচ্ছি। এটা সার্ভার সমস্যার কারণে হচ্ছে। এতে আমরা ব্যবসায়ী ও শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। তারপরও কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এতে তাদেরও লোকসান হচ্ছে।
মন্তব্য চালু নেই