উত্তর বড়দল ইউপি নির্বাচন :

তাহিরপুরে আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা দাঁপিয়ে বেড়াচ্ছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন ৪জুন ইউনিয়ন পরিষদ নির্বাচপ্রতীক বরাদ্ধ পাওয়ার পর উত্তর বড়দল ইউনিয়নের বাজার ও গ্রামের রাস্তা ঘাটে ব্যানার,ফেস্টুন ও পোষ্টারের সয়লাভ। আ,লীগ ও বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে আর ভোটারদের কাছে চাইছেন মূল্যবান ভোট। এসবের দিকে তাকেলেই বুজা যাচ্ছে নতুন ও পুরাতন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চেয়ারম্যান পদটি কত মূল্যবান। নির্বাচন কমিশন দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষনায় পর দলীয় সমর্থন পাবার আশায় উত্তর বড়দল ইউপির সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন রাতের ঘুম হারাম করে ধরনা দিয়েছেন শীর্ষ নেতাদের কাছে আর এখন ভোটারদের সমর্থন পাওয়া টাই গুরুত্বর্পূন হয়ে পড়েছে প্রার্থীদের কাছে। কে পাবেন চেয়ারম্যানের সোনার হরিন নামের চেয়ার টি এই আলোচনাই এখন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের দোকান গুলোতে। আ,লীগের দলীয় প্রার্থীর অবস্থা ভাল হলেও এই ইউনিয়নে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও আ,লীগের দলীয় বিদ্রোর্হী প্রার্থী মাসুক মিয়া রয়েছে আলোচনায় আর তাদের মধ্যেই হবে হাডা হাডি ভোটের লড়াই জানান এলাকাবাসী। তাই মূল্যবান এই পদ টি আকরে ধরার জন্য তৃ-মুখী লড়াই চালিয়ে যাচ্ছে প্রার্থীরা আর বার বার যাচ্ছেন ভোটাদের দোয়ারে দোয়ারে। নির্বাচনী এলাকায় নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীগন তাদের কর্মী সমর্থকদের। তারাই এখন খুব জোরালো ভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে সাথে প্রার্থীরা বেশি সময় দিচ্ছেন ভোটারদের সমর্থন আদায়ে। এই ইউনিয়নের জনসাধারনের চেয়ারম্যানদের বিরোদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়,যাদুকাটা নদীতে চাদাঁবাজির মাধ্যমে বালু উত্তোলন ও পাড় কাটার কাজে সহযোগীতা,চাঁনপুন,বারেকটিলাও লাউড়েরগড় সীমান্তের চোরাচালানীদের সহযোগীতা ও যুব সমাজ কে ধংশ করে অবৈধ টাকার মালিক হওয়া,জনগনের জন্য বরাদ্ধ সরকারী চাল,গম চুরি,টাকার বিনিময়ে বিভিন্ন ভাতা,রিলিফ দেওয়া,নারী কেলেংকারী,রাস্তা-ঘাটের উন্নয়ন না হওয়া সহ নানান অন্যায় কাজের অভিযোগ। নিজেদের অপকর্মের জন্য হয়েছেন আলোচিত,সমালোচিত ও সমাজে ঘৃনীত। তাই এবার সচেতন জনগন সুযোগ বুঝে বাধ সেজেঁছে সাথে তৃনমূল নেতা কর্মীরাও চাইছেন সত্য,যোগ্য,নিলোর্ভ,কর্মঠ নতুন প্রার্থী নির্বাচিত করতে। যাতে করে জনগনের স্বার্থে এলাকার রাস্তা-ঘাট,কালবাড,স্কুল,কলেজ সহ সামাজিক উন্নয়নের মাধ্যমে জনগনের মাঝে নিজের ও দলের প্রতি আস্তা অর্জন করাতে পারে। এবার নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হল-বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন (আ,লীগ দলীয় সমর্থিত প্রার্থী),সাবেক চেয়ারম্যান আবুল কাশেম(বিএনপি দলীয় মনোনীত প্রার্থী),মাসুক মিয়া(আ,লীগ দলীয় বিদ্রোহী প্রার্র্থী)। প্রধান দু-দলের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন আ,লীগ দলীয় বিদ্রোর্হী প্রার্থী মাসুক মিয়া। এখানে বিএনপির মনোনীত দলীয় প্রার্থী কাশেম ও আ,লীগ দলীয় প্রার্থী মাসুক মিয়ার সাথে হবে হাডা হাডি লড়াই। ভোটটারগন জানান,আ,লীগের দলীয় বিদ্রোহী মাসুক মিয়া তিনি একে বারেই নতুন প্রার্থী, তরুন, শিক্ষিত, সৎ, জনপ্রিয় ও অভিজাত পরিবারের সদস্য হওয়ার ফলে ভোটার গন তার দিকে বিশেষ বিবেচনায় মাথায় রেখে এবার ৪জুন নির্বাচনে সঠিক প্রার্থী নিবাচিত করার চিন্তা করছেন। যার ফলে ইউপি নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীরা রীতিমত হিমসীম খাচ্ছেন।



মন্তব্য চালু নেই