নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে কাভার্ডভ্যান, ৩ পথচারী নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে কয়েক পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন এবং বাকি একজন হাসপাতালে মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা হলেন চাঁদপুরের রোজিনা, সুনামগঞ্জের রাজিয়া এবং রায়পুরার শিশু ফারহান।

এসআই আরো জানান, প্রেস পরিবহনের একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মেঘনা-গোমতী সেতুর পূর্বপাড়ে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ফুটপাতে উঠে পাঁচজনকে চাপা দেয়।

আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



মন্তব্য চালু নেই