দাউদকান্দি হাইওয়ে পুলিশ কর্তৃক ১৩শ’ বোতল ফেন্সিডিলসহ দু’জন আটক

আজ রোববার ভোরে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঢাকা-চট্রগাম মহাসড়কের চান্দিনা উপজেলার বল্লাচর নামক স্থান থেকে ১৩শ’ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোঃ সফিকুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন (২৪) এবং লক্ষিপুর জেলার সদর উপজেলার নিরিখপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে মোঃ রাজু আহমেদ(২৫) বলে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবায়দুল আলম ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাশরুল হক জানান, ‘কুমিল্লা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে হাইওয়ে পুলিশের টহলদল থামানোর সংকেত দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে।

পরে পুলিশের ধায়া খেয়ে গাড়িটিকে চান্দিনা উপজেলার বল্লাচর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করে তার ভিতর থেকে ১৩শ’ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়’।

এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।



মন্তব্য চালু নেই