তাহিরপুরে বাঁধ নির্মাণে অনিয়ম, জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে বাঁধ নির্মান অনিয়ম কারীদের শাস্তি, সরকারী সহযোগীতা ও দূর্ঘত এলাকার দাবীতে মানববন্ধন পালন করছে উপজেলা বাসী। তাহিরপুর উপজেলায় ১৬টি বাঁেধ অনিয়ম আর লুটপাটের কারনে এই পর্যন্ত ১২টি হাওর বৃষ্টির পানির চাপে বাঁধ ভেঙ্গে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই বাঁধ নিমার্ন কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি,দূর্গত এলাকা ঘোষনা,পানি উন্নয়ন র্বোডের কর্মকতারা প্রাতটি বাঁেধ নির্মানে ২০-২৫% কমিশনে নিয়েছে তাদের বিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা সহ ফসল ডুবে যাওয়া অসহায় কৃষকদের দ্রুত সরকারী সহযোগীতার ব্যবস্থার করতে হবে তা না হলে আমরা হাওরবাসী বৃহত্তর আন্দোলনের যাব।

আজ বেলা সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধের বক্তব্যে,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন। এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,নুরুল ইসলাম,বোরহান উদ্দিন,কামাল পাশা,এমরান হোসেন,রুহুল আমিন,রফিক মিয়া,রায়হান,মেহেদী হাসান উজ্জল,আবুল কালাম আজাদ,রঞ্জু মুকার্জি,আবুজহুর,শাজাহান মিয়া,সাখায়াত হোসেন,তরিকুল ইসলাম শিপুল,নুরজামান,তোজাম্মেল হক নাসরুম,খোকন,রাসেল মিয়া সহ সর্ব স্থরের জনসাধারন।



মন্তব্য চালু নেই