জাতীয় ভিটামি এ”প্লাস ক্যাম্পেইন এর জেলা পর্যায়ে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার সকালে জাতীয় ভিটামি এ”প্লাস ক্যাম্পেইন এর জেলা পর্যায়ে উদ্ভোধনী অনুষ্ঠান সিভিল সার্জনের আয়োজনে রাজবাড়ী সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জনের সভাপতিত্বে ওই ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দা নওশীন পর্নিনী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল হান্নান, রাজবাড়ী সদর উপজেলার স্থাহ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ গোলাম ফারুক।
উল্লেখ্য জাতীয় ভিটামিন এ প্লাস কেম্পেইন এ রাজবাড়ী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ১ লক্ষ ২৪ হাজার ৪ শত ৫১ জন শিশুকে এশটি করে নীল রংয়ের ও ১ থেকে ৫ বছর বয়সী ১৬ হাজার ৫ শত ৪৬ জন শিশুকে বছরে দুই বার একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মন্তব্য চালু নেই