ঘন কুয়াশায় বাস খাদে, নিহত ৬
কুমিলার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০জন।
শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিৎলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে ওই বাসটি কুমিল্লা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবদুল আওয়াল।
এঘটনায় আহত এক বাস যাত্রী জানান, হতাহতরা বেশিভাগই শ্রমিক। তারা রংপুর থেকে কাজের উদ্দেশ্যে কামিল্লা যাচ্ছিল।
মন্তব্য চালু নেই