খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বোনকে বের করল ভাই

নেপালে ভয়াবহ ভূমিকেম্পর বাড়ি ফিরেছে নারায়ন। তার বাড়ি বাহাকতাপুর, রাজধানী কাঠমাণ্ডু থেকে ১২ কিলেমিটার দূরে। ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখ পর্যন্ত ৩৭ হাজার মানুষ মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

নারায়নের বাড়ি এখন শুধুই ধ্বংসস্তূপ। খালি হাতে এই ধ্বংসস্তূপ খুঁড়ে নিজেরে বোনকে বের করে এনেছে নারায়ন। এর আগে সে প্রসাশনের সহায়তা চেয়েছিল। কিন্তু তারা তার আবেদনে সাড়া না দেয়ায় কোনো যন্ত্রপাতি ছাড়াই কাদা আর পাথর সরাতে শুর করে ৪৫ বছরের নারায়ন। অবশেষে সে খুঁজে পেয়েছে তার হারানো বোনকে । তার মুখটা ছিল মাটির দিকে ওপুর করা। একটা হাত কেবল দেখা যাচ্ছিল।

বোনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর অশ্রুসিক্ত নয়নে নারায়ন জানায়,‘এখন আমি সম্মানজনকভাবে বোনের সৎকার করতে পারব।’

নারায়নের বাড়িতে সবমিলিয়ে ১০ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচজন মাত্র বেঁচে আছেন। বাকিদের কেড়ে নিয়েছে ভয়াবহ ভূমিকম্প।

নারায়ন একা নয়- বহাকতাপুরের বহু লোক এভাবে খালি হাতে ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছে স্বজনদের মৃতদেহ। কেননা ওই এলাকার সরু গলি দিয়ে উদ্ধারকারী দল ঢুকতে পারে না। অগত্যা দু হাতই ভরসা। এক পুলিশ জানায়,‘আমাদের কোনো যন্ত্রপাতি নেই। এসব সরু গলিতে বুলডোজার প্রবেশ করানো যাচ্ছে না। তাই শুধু হাতেই চলছে উদ্ধার কাজ।’ এরওপর বৃষ্টি আসায় উদ্ধার প্রক্রিয়াটি আরো জটিল হয়েছে- ঢীমতালে এগুচ্ছে কাজ।



মন্তব্য চালু নেই