চীনে সামরিক কর্তাব্যক্তিদের নজিরবিহীন দুর্নীতি

চীনে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন তিন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। চীনের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট তন্ত সংস্থা প্রশাসনের কাছে এ তথ্য উত্থাপন করেছে।

চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ধারণ করে। সম্প্রতি ব্যয়সংকোচনে বাধ্য হয়ে পড়া চীনের এ প্রতিরক্ষা খাতের অভ্যন্তরে যে দুর্নীতি ক্রমশ শেকড় গেড়ে বসছিল তার স্বরূপ উন্মোচিত হচ্ছে।

রাষ্ট্রপ্রধান শি জিনপিং তার নির্বাচনী প্রচারণাকালেও সামরিক খাতে দুর্নীতি দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে প্রতীজ্ঞ ছিলেন। তিনি তার প্রতিজ্ঞা পরিপালন করছেন। জিনপিং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা ছাড়াও চীনের কেন্দ্রীয় ‘মিলিটারি কমিশনের’ প্রধান হিসেবে আছেন।

কেন্দ্রীয় ‘মিলিটারি কমিশনের’ অধীনে প্রায় ২৩ লাখ সেনা এবং তৎসংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার দুর্নীতির সঙ্গে ঘনিষ্ট সংশ্রবযুক্ত তিন সামরিক কর্মকর্তার নাম উল্লেখ করেছে। অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন- ঝ্যান গুয়োকিয়াও, দং মিংজিয়ান এবং ঝ্যান জুন।

এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পদে আসীন ছিলেন। ঝ্যান গুয়োকিয়াও ছিলেন লানঝৌ সামরিক এলাকায় নীতিনির্ধারক-প্রধান, দং মিংজিয়ান ছিলেন বেইজিং সামরিক এলাকার নীতিনির্ধারক-প্রধান এবং ঝ্যান জুন হুবেই প্রদেশের সামরিক সহ-অধনায়ক।



মন্তব্য চালু নেই