সুদানে আবারও রাষ্ট্রপ্রধান হাসান আল বশির

সুদানের রাষ্ট্রপ্রধান-নির্বাচনে আবারও ঐতিহাসিক বিজয় পেয়েছেন সর্বশেষ রাষ্ট্রপ্রধান ওমর হাসান আল বশির। ৯৪.০৫ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে তিনি বিজয়ী হন।

এবার ক্ষমতা লাভ করার মাধ্যমে সুদানে তার শাসনকাল পঁচিশ বছরের মাইলফলক স্পর্শ করবে।

তবে সুদানের এ নির্বাচনকে অনেকটাই একপেশে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা। কেননা এতে বিরোধী দলীয় পদপ্রার্থীরা কেউ অংশগ্রহণ করেননি। তারা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সপ্তাহকাল পূর্বেই ঘোষণা দিয়ে তা বর্জন করেছেন।

হাসান আল বশির দাবি করেন, সুদানের বিবদমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে তার চেয়ে যোগ্য এ মুহূর্তে কেউ নেই, সেটা এবারও প্রমাণিত হলো। তিনি পশ্চিমাপ্রভাবগ্রস্ত আরব রাষ্ট্রগুলোর প্রভাব বলয় থেকে সুদানকে রক্ষা করবেন এবং তেল সংক্রান্ত নীতিনির্ধারণী বিষয় শক্তহাতে নিয়ন্ত্রণ করবেন।

২০০৩ সাল থেকে দারফুর বিদ্রোহের উত্থানপর্ব রহিত করতে বশির কঠোর নীতি অবলম্বন করেন এবং ঐ অঞ্চলে ভয়াবহ গণহত্যার পেছনে তার মূল পরিকল্পনাকারী হিসেবে আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযুক্ত হন।

সুদান গত বছর দারফুর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্রোহীদের ঐ এলাকা থেকে সমূলে উৎপাটন করা হয়েছে বলে দাবি করা হয়।



মন্তব্য চালু নেই