কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ১, বিজিবি সহ আহত ১৫
মাসুদ আলম, কুমিল্লা : কুমিল্লা চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে মরিয়ম বেগম (২৪) নামে এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় বিজিবি সদস্য সহ গুরুতর আহত হয়েছে ১৫ জন।
শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নোয়াখালী থেকে চট্টগ্রাম গ্রামী একটি বাস চৌদ্দগ্রাম মীরশান্নী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১জন নিহত হয়সহ ১৫জন আহত হয়।
নিহত মরিয়ম ফেনীর সোনাগাজী উপজেলার ফতেহপুর গ্রামের গিয়াস উদ্দিন এর স্ত্রী।
দর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেন্ট শফিকুল আজম জানান, বাস খাদে পড়ে যাওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগম নিহত হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই