কুমিল্লায় পুলিশ-আসামি সংঘর্ষ, আহত ১৮

কুমিল্লায় একটি হত্যা মামলার আসামিদের আটক করার সময় পুলিশ ও আসামি পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোতয়ালী মডেল থানা পুলিশের ৪ এস আইসহ ৮ পুলিশ সদস্য এবং আসামি পক্ষের ১০ জন আহত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে কুমিল্লা মহানগরীর সুজানগর নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কাটাবিল এলাকায় রানা নামের এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত রানা নগরীর সুজানগর এলাকার আবদুল জলিলের ছেলে। সে সুজানগর এলাকায় গত বছরের ৪ এপ্রিল সংঘটিত জানু মিয়া হত্যা মামলার আসামি ছিল।

রানা হত্যাকা রানার বাবা ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। বুধবার বিকালে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল এই হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য যায়। এসময় আসামি ও তাদের লোকজন দা, লাঠি ও বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে আসামি পক্ষ ও পুলিশের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে এস আই মোস্তফা, এস আই মজনু, এস আই তাজুল ইসলাম ও এস আই কামালসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়। আসামি পক্ষের ১০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান উদ্ধার ও ১০ জনকে আটক করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এস. আই শামছুদ্দিন আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই