কুমিল্লায় পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
শুক্রবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় পুলিশের বিরুদ্ধে এক যুবককে নির্যাতন শেষে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে অবরোধ করে, রাখরাবাদ-বালুতুপা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে এবং পুলিশের ব্যবহৃত গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার ভোরে আদর্শ সদর উপজেলার বালুতুপা নামক স্থানে সদর দক্ষিণ থানা পুলিশ এক মোটর সাইকেল আরোহী যুবককে আটকিয়ে চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় বাকবিতান্ডার এক পর্যায়ে পুলিশ যুবকটিকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
পরে উত্তেজিত জনতা পুলিশকে অবরোধ করে বিক্ষোভ করে এবং পুলিশের ব্যবহৃত গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরবর্তীতে সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
মন্তব্য চালু নেই