কুমিল্লায় পত্রিকা অফিসে হামলাকারী আটক
মাসুদ আলম, কুমিল্লা : কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা অফিসে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় তোফায়েল (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে গর্জনখোলা এলাকা থেকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটককৃত তোফায়েল গর্জনখোলার দুদু মিয়ার পুত্র। জানা যায়- মঙ্গলবার বিকাল অনুমান ৫টায় কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা অফিসে অনাধিকার প্রবেশ করে বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখে বাজে মন্তব্য ও কটুক্তি করে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে গলা চাপিয়া ধরেয়া শ্বাসরুদ্ধ করে বার্তা সম্পাদক হাবিবুর রহমান খানকে হত্যার চেষ্টা করে। এছাড়াও সন্ত্রাসীরা পত্রিকার স্টাফ রিপোর্টার ও আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর ও ফটো সাংবাদিক সহিদুল ইসলাম সাকিবকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এর অন্যান্য সন্ত্রাসীরা অফিসে ব্যাপক ভাংচুর করে এবং কুপিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। হাবিব, নেকবর, শাকিব এর টেবিলে থাকা ৩টি দামী মোবাইল সেট নিয়ে যায়। পরে টেবিলের ক্যাশ থেকে ৪০ হাজার টাকা, ৩টি মোবাইল ভাংচুর করে। এ ঘটনায় পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার জের ধরে গতকাল বৃহস্পতিবার ভোরে মামলার তদন্তভার চকবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ সফি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে এজাহারনামীয় ৩নং আসামী তোফায়েলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই