কুমিল্লায় নৌকা প্রতীক পেলেন সীমা

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আঞ্জুম সুলতানা সীমাকে। তিনি টানা ১৫ বছর কুমিল্লা পৌরসভা ও সিটি কর্পোরেশনের কাউন্সির ছিলেন।

আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের মেয়ে।

রোববার রাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দ্বিতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই আঞ্জুম সুলতানার নাম চূড়ান্ত করা হয়।

এই নির্বাচনে সবার আগে প্রার্থী চূড়ান্ত করে আগেভাগে মাঠে নেমে পড়ে বিএনপি। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করেন কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন পেতে গত দুই দিনে ৮ জন আওয়ামী লীগ নেতা আবেদন জমা দেন।

গত সিটি কর্পোরেশন নির্বাচনে মনিরুল সাক্কুর কাছে বিরাট ভোটের পরাজিত হয়েছিলেন অধ্যক্ষ আফজল খান এডভোকেট। তবে এ বছর তিনি নির্বাচন না করে নিজের দুই সন্তানের একজনকে দিয়ে নির্বাচন করাতে তৎপরতা শুরু করেন।



মন্তব্য চালু নেই