কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ: রোববার হরতালের ডাক

মাসুদ আলম, কুমিল্লা প্রতিনিধি: অর্থ পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদ- ও ২০ কোটি টাকা জরিমানা করার আদালতের রায়ের প্রতিবাদে কুমিল্লা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অবিলম্বে তারেক রহমানের সাজা মওকুফের দাবি জানানো হয়। এছাড়া আগামী রোববার কুমিল্লায় হরতাল পালন করা হবে বলেও ছাত্রদলের নেতৃবৃন্দ ঘোষণা দেন।

হরতালের আওতাভুক্ত থাকবে কুমিল্লা সদর, সদর দক্ষিণ, বুড়িচং, বি-পাড়া, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ ও বরুড়া উপজেলা।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদল সভাপতি আমীরুজ্জামান আমীর,সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সফিউল আলম রায়হান,দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।



মন্তব্য চালু নেই