ইসি ব্যর্থ, লড়াই চালিয়ে যাবে বিএনপি

সংবিধান নির্বাচন কমিশনের (ইসি) ওপর যে দায়িত্ব দিয়েছে, ইসি তা সঠিকভাবে পালন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন,কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে শাসক দলের সন্ত্রাস চলছে। এরপরও আমরা (বিএনপি) শেষ পর্যন্ত লড়াই করে যাবো।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির এই নেতার অভিযোগ, ভোট গ্রহনের শুরু থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকলেও বের করে দেওয়া হচ্ছে। ক্ষমতাসীনরা প্রশাসনকে ব্যবহার করছেন।

রিজভী আরও বলেন, বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচন কমিশনের ওপর সংবিধান যে দায়িত্ব দিয়েছে তা পালন করবে। প্রশাসনকে নানা অনাচার থেকে বিরত রাখবে। নির্বাচনকে শান্তিপূর্ণ করবে কিন্তু তারা নির্বাচনে শান্তিপূর্ণ কোনো লক্ষণ দেখাতে পারছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই