আল-ফাতাহ ইসলামি একাডেমিতে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি॥ ১৮ নভেম্বর সকালে দাউদকান্দির ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারের আল-ফাতাহ ইসলামি একাডেমির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল-ফাতাহ ইসলামী একাডেমির প্রিন্সিপাল মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক কবি-কলামিস্ট মো.আলী আশরাফ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক এম. শরীফুজ্জামান জসীম, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র’র সহঃ স্বাস্থ্য পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সাইফুল ইসলাম স্বপন, সমাজ সেবক মোঃ কফিল উদ্দিন আহমেদ, একাডেমির পরিচালক, মোঃ আমিনুল ইসলাম, নাছির উদ্দিন মানিক, জাকির হোসেন নোমান, আবুল খায়ের ভূঁইয়া, আক্তার হোসেন, খালেদ কাউসার কন্ঠবন্ধু আবু তাহের নয়ন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিজাতীয় সংস্কৃতির করালগ্রাসে এখন বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের সংস্কৃতি। আমরা স্বকীয়তা ও নিজস্ব সংস্কৃতির মূলধারা হতে ক্রমশই দূরে সরে যাচ্ছি। যার ফলে দেশে যাবতীয় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় নিজস্ব সংস্কৃতি তথা ধর্মীয় মূল্যবোধের নিরন্তর অনুশীলন।’



মন্তব্য চালু নেই