মিসরে পুলিশ-মুসলিম ব্রাদারহুড সংঘর্ষে নিহত ৬

মিসরের রাজধানী কায়রোর পাশের গিজা শহরে দেশটির ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের অন্তত ছয় সদস্য নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ দিয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার ছিল পবিত্র রমজান মাসের শেষ দিন। এদিন জুমার নামাজের পর কিছু মুরসি সমর্থক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামানের পাশাপাশি গুলিও চালায়। এতে ছয়জন নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যম মেনা জানিয়েছে, নিরাপত্তাবাহিনী মুসলিম ব্রাদারহুডের অন্তত ১৫ সদস্যকে আটক করেছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদলু নিউজ এজেন্সি জানিয়েছে, গিজার পার্শ্ববর্তী আল-হারাম, নাহার ও আল-ওমরানিয়া শহরেও বিক্ষোভ হয়েছে। এসব স্থানেও পুলিশ গুলি চালিয়েছে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। এছাড়া উত্তরের আলেজান্দ্রিয়া শহরে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

প্রসঙ্গত, ২০১৩ সালে মিসরের সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে এক অভ্যুত্থানে পতন ঘটে মুরসি সরকারের। এরপর মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায় সিসি সরকার। তারপরও প্রায়ই ওই অভ্যুত্থানের বিরুদ্ধে ছোট-খাট বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে।



মন্তব্য চালু নেই