সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিসরুপ
বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাদার তেরেসা স্বর্ণপদক লাভ
ঢাকা শাহবাগ পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার বিকালে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান , গুনিজন সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি সরুপ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খানকে মাদার তেরেসা স্বর্ণপদক প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাহমুদা এম রশিদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য টিপু সুলতান, আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি, উম্মে রাশিদা কাজল এমপি, সাবেক এমপি আশরাফুন্নেছা মোশাররফ, এফপিএ নিতাই চাঁদ তালুকদার প্রমুখ। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৬জনকে সর্ম্মাননা পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান রাষ্ট্রপতি সেবা পদক, মহত্বাগান্ধী স্বর্ণপদক, হিউম্যান রাইটস স্বর্ণপদক লাভ করেন।
মন্তব্য চালু নেই