বানিবহ-সান্দিয়ারা গ্রামে ২৪৫ টি পরিবারের শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ- সান্দিয়ারা গ্রামে শনিবার দুপুরে ২৪৫ টি পরিবারের মধ্যে শুভ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে ।
জেলা সদরের বানিবহ ইউনিয়ানের সান্দিয়ারা গ্রামের মোঃ সত্তার সেখের বাড়ীতে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী । বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ লতিফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম বিশুদ্ধ নন্দন পুর্ব ব্রাক্ষ্মন, , রাজবাড়ী সদর থানার ও,সি শহিদুল ইসলাম, বানিবহ ইউ,পি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম , ৮ নং ওয়ার্ড সদস্য ও প্য্রানেল চেয়ারম্যান আব্দুল হক মন্ডল (দারোগআলী) পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রমুখ।
রাজবাড়ী পল্লি বিদ্যুৎ সমিতি এই গ্রামে ২৪৫টি পরিবারের সংয়োগ দিয়ে মানূষের বিদ্যুতের আলোয় আলেকিত করেছেন ।
মন্তব্য চালু নেই