সেনা মোতায়েনের সিদ্ধান্ত দু এক দিনেই : সিইসি

সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা আগামী দু এক দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি। রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বৈঠকটি হয়।

সিইসি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানা গেছে যে, দেশের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সিটি নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কমিশনের সঙ্গে বৈঠক করে সেনা মোতায়েনের ব্যাপারে দু এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই