চসিক নির্বাচন

নাছির-মনজুর-শেঠকে কারণ দর্শাও নোটিশ

চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয়। আগামী ৭ দিনের মধ্যে ব্যাখা চেয়ে সোমবার বিকেলে নির্বাচন কার্যালয়ের রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেন এ নোটিশ জারি করেন।

অভিযুক্ত তিন প্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠ।

রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেন বলেন, প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণের ২১ দিন আগেই প্রচারণা চালানো এবং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে তথ্যপ্রমাণও আছে। বিধিমালা না মেনে প্রচার চালানোয় চসিক নির্বাচনে তাই মেয়র পদের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই