আইফোন ভালো রাখবে জন্তু-জানোয়ার!

সুইস মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গোল্ড ড্রিম’ মনে করে ড্রাগন এবং সিংহের মত জন্তু-জানোয়ার মোবাইল ফোন ভালো রাখবে। আর তাইতো কোম্পানিটি ভয়ংকর সব জন্তু-জানোয়ারের ছবি দিয়ে বাজারে আইফোন ৬ এর দুটি কাস্টমাইজ স্মার্টফোন ছেড়েছে। এই মডেল দুটি হলো আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস।

এই দুটি স্মার্টফোনে স্বর্ণ খচিত ড্রাগন ও সিংহের পাশাপাশি আছে কুমির, এবং মানুষের মাথার খুলি। প্রতিষ্ঠানটি মনে করছে এগুলো তাদের স্মার্টফোনটিকে আরো শীতল রাখবে।

স্মার্টফোন দুটিতে ১৮ থেকে ২৪ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনগুলোর কেসিং এ কুমির ও পাইথনের চামড়া ব্যবহার করা হয়েছে।

এদের মধ্যে একটি ফোনে কুমিরের চামড়ার ওপড়ে সিংহের অবয়ব দেয়া হয়েছে। এই ডিজাইনটি করেছেন ফ্রান্সের এক চিত্রশিল্পী।

ড্রাগন ও সিংহ ছাড়াও আছে মানুষের মাথার খুলি। এটিতে ১৮ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

জন্তু-জানোয়ার এবং স্বর্ণখচিত এসব ফোনের বাজারদর চড়া। সাড়ে ৪ হাজার ডলার থেকে পৌঁনে ৬ হাজার ডলার দামে স্মার্টফোন গুলো পাওয়া যাবে।

এসব ফোনে ১২৮জিবি স্টোরেজ রয়েছে।



মন্তব্য চালু নেই