বিখ্যাত নারীদের সতীত্ব হারানোর গল্প [ভিডিও]

ধর্ষণমাত্রই একটা বিভীষিকা। কেবল ধর্ষিতাই জানে এ বিভীষিকার তীব্রতা ও বীভৎসতা। ধর্ষণে যে শারীরিক-মানসিক ধকল যায়, তা কাটিয়ে ওঠা যে কতটা কঠিন, তা কেবল ভুক্তভোগী ও তার পরিবারই জানে। আমরা আর কিছু না পারি, চাইলে অসহায় ধর্ষিতা কিশোরীটির পাশে দাঁড়াতে পারতাম। ধর্ষণের ধকল কাটাতে প্রেরণাদায়ী কোনো গল্প শোনাতে পারতাম। বিশ্বজুড়ে প্রেরণার কত্ত গল্প!

ফুলন দেবী
ফুলন দেবীর কথা মনে আছে? ভারতের উত্তর প্রদেশের এক গণ্ডগ্রামের এ নারী টানা ২৩ দিন গণধর্ষণের শিকার হন। তরুণী বয়সেই তিনি বারবার বলি হন পুরুষের নিষ্ঠুরতার। সেই ফুলনই পরবর্তীকালে দুই দুইবার লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন। তার জেগে উঠা, প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম ও উত্থান কাহিনী নিয়ে দেশে-বিদেশে লেখা হয় একাধিক গ্রন্থ। নির্মিত হয় সিনেমা।নাম যার ‘বেন্ডিত কুইন’।

উইনফ্রে
বিশ্ববিখ্যাত টকশো উপস্থাপক উইনফ্রের কথা। মাত্র ৯ বছর বয়সে তিনি ধর্ষিত হন। ধর্ষক নিজের মামাত ভাই। সেই উইনফ্রেই পরে হয়ে উঠলেন বিংশ শতাব্দীর সবচেয়ে ধনী আফ্রো-আমেরিকান, উত্তর আমেরিকার প্রথম এবং একমাত্র মাল্টি-বিলিয়নিয়ার কৃষ্ণাঙ্গ। জিতলেন আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’। বিভিন্ন জরিপে হলেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারী (উইকিপিডিয়া)।

ম্যাডোনা
বিশ্বখ্যাত পপগায়িকা ম্যাডোনা। ১৯ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হন। আরেক পপগায়িকা লেডি গাগাও একই বয়সে এক ক্যাসেট কোম্পানির মালিকের হাতে ধর্ষিত হন। পরে ওই ঘটনা নিয়ে ‘ঝরিহব’ নামে একটি গানও গান।

ম্যারি জে. ব্লিজ
মাত্র ৫ বছর বয়সে এক পারিবারিক বন্ধুর হাতে সতীত্ব খোয়ান ‘হিপ-হপ কুইন’ ম্যারি জে. ব্লিজ।

ফিউনা আপেল
১২ বছর বয়সে একই ঝামেলায় পড়েন মার্কিন গায়িকা, গীতিকবি ও পিয়ানো বাদক ফিউনা আপেল।

ফ্যানটাসিয়া
স্কুলে থাকতেই সহপাঠীর দ্বারা ধর্ষিত হন ‘আমেরিকান আইডল’ ফ্যানটাসিয়া।

টোরি এমোস
২৫ বছর বয়সে অনুষ্ঠান করতে গিয়ে ধর্ষিত হন গায়িকা টোরি এমোস। পরে এ নিয়ে একটি গানও গান। নাম ‘Me and Gun’।

পামেলা এন্ডারসন
স্কুলে থাকতেই সহপাঠীদের হাতে ধর্ষিত হন নায়িকা পামেলা এন্ডারসন।

হ্যাচার
মাত্র ৫ বছর বয়সে ধর্ষিত হন বিখ্যাত মার্কিন অভিনেত্রী, লেখিকা ও উপস্থাপিকা তেরি হ্যাচার।

রিটা হেওয়ার্থ
খুব অল্প বয়সে নিজের বাবার হাতে বারবার ধর্ষিত হন মার্কিন নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত্রী রিটা হেওয়ার্থ।

গ্যাব্রিয়েল
১৯ বছর বয়সে ধর্ষিত হন ‘Bad Boys-২’ খ্যাত মার্কিন অভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়ন। তিনি তখন এক জুতার দোকানে কাজ করতেন।

ফ্রেন ড্রেশ্চার
নিজের বাসায় স্বামীর সামনে ধর্ষিত হন মার্কিন টিভি প্রযোজক, স্ক্রিপ্টরাইটার ও অভিনেত্রী ফ্রেন ড্রেশ্চার।

মায়া এঙ্গেলো
৮ বছর বয়সে মায়ের বন্ধুর ধর্ষণের শিকার হন বিখ্যাত মার্কিন কবি ও সাংবাদিক মায়া এঙ্গেলো।

বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে এরকম বহু নারী, যারা অপ্রত্যাশিতভাবে ধর্ষিত হয়েও দমে যাননি। সুইসাইড বা পরাজিতদের তালিকায় নিজের নাম লেখাননি। উল্টো ঘুরে দাঁড়িয়ে আরোহণ করেছেন সাফল্যের স্বর্ণ শিখরে।

https://youtu.be/aFJHk3GsImU


https://youtu.be/6phG76Z6brk



মন্তব্য চালু নেই