বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল ভস্মিভুত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকানের কোটি টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন, উপজেলার বহরপুর বাজারের মতিয়ার রহমানের মার্কেটে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লেগে মার্কেটে থাকা সার ও কীটনাশক ব্যবসায়ী সাইফুজ্জামান চুন্নুর ১৬ লাখ টাকার মালামাল, সার ও কীটনাশক ব্যবসায়ী তরুন কান্তি সাহার ১৮ লাখ টাকার মালামাল, বই ও ষ্টেশনারী ব্যবসায়ী চুন্নু মল্লিকের ১২ লাখ টাকার মালামাল, মতিয়ার রহমানের মার্কেটসহ ফ্লাক্সিলোডের ক্ষতি ৫০ লাখ টাকার মালামাল, শহিদের সিলভার দোকান ১৫ লাখ টাকার মালামাল, আবু বক্কার ফার্নিচার ৫০ হাজার টাকার মালামাল, শহিদ দেওয়ানের ফার্নিচার দোকানের ৫০ হাজার টাকার মালামাল, আকতার হোসেনের ফার্নিচার দোকানের ৫০ হাজার টাকার মালামাল ভস্মিভুত হয়।

খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। কোন ব্যবসায়ী সিসি ঋনের কারনে এ অগ্নিকান্ডের সাথে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হান্নান মাষ্টার, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম সরেজমিন পরিদর্শন করেছেন।



মন্তব্য চালু নেই