বালিয়াকান্দির ষ্টেশন গুলোতে ট্রেনে যাত্রী উঠানোর দাবী

বহু প্রতিক্ষিত কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইন দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়। বালিয়াকান্দি উপজেলার কয়েকটি ষ্টেশনে ট্রেন দাড়িয়ে যাত্রী উঠানোর দাবী জানিয়েছেন।

জানাগেছে, কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ডিসেম্বর পাংশার জনসভায় আনুষ্ঠানিক ভাবে রেল লাইন উদ্বোধন করে। উদ্বোধনের পর থেকেই ট্রেন চলাচল শুরু হয়।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল ষ্টেশনে শুধু ট্রেন থামে। কিন্তু রামদিয়া, আড়কান্দি ও জামালপুর রেল ষ্টেশনে ট্রেন না থামার কারণে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছে না।

এলাকাবাসীর দাবী রামদিয়া, আড়কান্দি ও জামালপুর রেল ষ্টেশনে ট্রেন দাড়ানোসহ যাত্রী ও মালামাল পরিবহনের ব্যবস্থা করার। তাহলে ফিরে পাবে রেল ষ্টেশনগুলোর ঐতিহ্য ও যোগাযোগ খাতের আধুনিকায়ন। তাহলে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবী জানিয়েছেন।



মন্তব্য চালু নেই